গুণগত রসায়ন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস প্রশ্ন সমূহ ও সমাধান

কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র প্রশ্ন সমূহ


ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক - ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস প্রশ্ন সমূহ - ইঞ্জিনিয়ারিং সাজেশন ভিত্তিক প্রশ্ন - রিটেন বুস্টার প্রশ্ন সমূহ - ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রশ্ন ব্যাংক - Hsc chemistry 1st paper
২য় শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত প্রশ্ন সমূহ
গুণগত রসায়নধাপঃ৩ এডভান্সড Written প্র্যাক্টিস প্রবলেম ও সমাধান অধ্যায়- ০২

০১। 20°C তাপমাত্রা ও 1.5 atm চাপে O₂ গ্যাসের দ্রাব্যতা নির্ণয় কর20°C তাপমাত্রায় O₂ গ্যাসের হেনরির ধ্রুবক 1.38 × 10-3 M/atm 3. L। পরমাণুর ২য় বোর কক্ষেনর ব্যসার্ধ নির্ণয় কর।

০২। লেসাইন টেষ্ট এর মাধ্যমে জৈব যৌগে N শনাক্তকরণের বিক্রিয়াসমূহ দেখাও।

০৩। কক্ষ তাপমাত্রায় পানিতে চিনির দ্রাব্যতা 34.21 একটি গ্লাসের ধারণ ক্ষমতা 500 mL। এক গ্লাস সর্বাধিক কড়া চিনির শরবত তৈরি করতে কতটি চিনির অণুর প্রয়োজন হবে? [কক্ষ তাপমাত্রায়, চিনির সম্পৃক্ত দ্রবণের ঘনত্ব 1.02 g/mL] [Ans: 2.29 × 1023 টি

০৪। 25°C তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা 26.61 ঐ তাপমাত্রায় 50 mL NaCl দ্রবণের নিচে 12.5g NaCl কেলাস পড়ে থাকতে দেখা গেল। 25°C তাপমাত্রায় NaCl এর সম্পৃক্ত দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.5 হলে, উক্ত দ্রবণে সর্বনিম্ন কতটুকু (g) বিশুদ্ধ পানি যোগ করলে নিচে পড়ে থাকা NaCl কেলাস সদ্য দ্রবীভূত হবে?

২য় শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত প্রশ্ন সমূহ


০৫। একটি মাত্র লবণ মিশ্রিত 98.4g পানিকে পাতিত করে 90g বিশুদ্ধ পানি পাওয়া গেল। মিশ্রণে লবণের মোল ভগ্নাংশ 0.0156 হলে এবং লবণটি একযোজী ধাতুর কার্বনেট লবণ হলে লবণে সংশ্লিষ্ট ধাতব মৌলটির পারমাণবিক ভর নির্ণয় কর এবং লবণটির রাসায়নিক সংকেত লিখ। [Ans: Na2CO3]
০৬। সংকেত লেখঃ
  • (a) রাজ অম্ল
  • (b) আয়োডাইড অব মিলনস বেস
  • (c) সোয়েটজার বিকারক
  • (d) টলেন বিকারক
  • (e) সাদা ভিট্রিওল
  • (f) সবুজ ভিট্রিওল

০৭। 1.5 × 10-2M ঘনমাত্রার 1L AgNO3 দ্রবণের মধ্যে যথেষ্ট পরিমাণ NaCN যোগ করা হলো। দ্রবণে CN- আয়নের ঘনমাত্রা 0.1 M হলে [Ag(CN)2] আয়ন গঠনের পর দ্রবণে Ag+ আয়নের ঘনমাত্রা নির্ণয় কর। [K₁ = 5.6 × 1018]

২য় শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত


০৮। 25°C তাপমাত্রায় AgCl এর দ্রাব্যতা গুণফল 1.8 × 10-10 moll-¹. AgCl এর IL সম্পৃক্ত দ্রবণের মধ্যে 1.0 mol NH3 যোগ করা হলোদ্রবণে Ag' আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় কর। [K, = 1.7 × 107]
০৯। থায়োসালফেট (S₂O₃) এর জলীয় দ্রবণে AgBr এর সাম্যবিক্রিয়ার সমীকরণটি-
AgBr(s) + 2520 (aq) = [Ag(S203)2]3-(aq) + Br (aq); সাম্যধ্রুবক K এর মান নির্ণয় কর এবং 0.1 M Na2S2O3 দ্রবণে AgBr এর দ্রাব্যতা mol L-¹ এককে নির্ণয় কর। (Ksp = 5.4 × 10-13 এবং K₁ = 2.9 × 1013)

সমাধান


কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র প্রশ্ন সমূহ


কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র প্রশ্ন সমূহ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url