প্র্যাকটিস বুক রসায়ন অধ্যায়-০২ - ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস প্রশ্নসমূহ

ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস প্রশ্ন সমূহ - ইঞ্জিনিয়ারিং সাজেশন ভিত্তিক প্রশ্ন - রিটেন বুস্টার প্রশ্ন সমূহ - ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রশ্ন ব্যাংক - Hsc chemistry 1st paper
ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস প্রশ্ন সমূহ
গুণগত রসায়ন ইঞ্জিনিয়ারিং প্ল্যাটিসবুকধাপঃ ০১ এক্সক্লুসিভ Written প্র্যাক্টিস প্রবলেম ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক রসায়ন ১ম পত্র অধ্যায়-০২ 

ইলেকট্রনের গতিবেগ নির্ণয়ের সূত্র প্রশ্নসমূহ


০১। তাত্ত্বিকভাবে H এর আয়নীকরণ শক্তি নির্ণয় কর। [Ans: 1.3 x 10 J]

০২। অক্সিজেনের সর্ববহিঃস্থ শক্তিস্তরের একটি ইলেকট্রন 5.6 x 10 cm/s বেগে নিউক্লিয়াসকে পরিক্রমণ করলে অক্সিজেনের প্রারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় কর। [Ans: 0.41A]

০৩। একটি চলমান ইলেকট্রনের গতিশক্তি-5 x 10-25] হলে, ইলেকট্রনটির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর। [Ans: 0.69 x 10 m]

০৪। H পরমাণুর ইলেকট্রনটিকে উত্তেজিত করা হলে সেটি M শেলে অবস্থান করে। উত্তেজনা প্রশমন করা হলে পারমাণবিক বর্ণালীতে কয়টি রেখা পাওয়া যাবে? রেখাগুলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর। [Ans: 2; 6.56 × 10-5 cm, 1.025 × 10-5 cm]

০৫। H পরমাণুর জন্য বামার সিরিজের সর্বনিম্ন শক্তিবিশিষ্ট বিকিরণের কম্পাংক, তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর। [Ans: 6.56 × 10m]
or, বামার সিরিজে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর। or, বামার সিরিজের সর্বনিম্ন কম্পাংক নির্ণয় কর। [Ans: 3.028 × 10-19Hz]

০৬।সংজ্ঞা লিখঃ
  • (a) Zeeman Effect
  • (b) Stark Effect
০৭। ব্যাখ্যা কর
  • (ক) 2d ও 3f অরবিটাল সম্ভব নয়, কিন্তু 2p ও 3d অরবিটাল সম্ভব।
  • (খ) চতুর্থ শক্তিস্তরে 32 টির বেশি ইলেকট্রন থাকা সম্ভব নয়।
০৮। Rb (37) এর 37 তম ইলেকট্রন 4d অরবিটালে না গিয়ে 5s অরবিটালে যায় কেন?

০৯। টীকা লিখঃ
  • (1) হন্ডের নীতি
  • (ii) পলির বর্জন নীতি।
১০। ইলেকট্রন বিন্যাস লিখঃ
(1) Cu (ii) Cr (ill) Cu2+ (v) Fe2+ (v) Fe3+

১১। নেসলার বিকারক কী? নেসলার বিকারকের সাহায্যে NH+ মূলক শনাক্তকরণের বিক্রিয়া দেখাও।

১২। 25°C তাপমাত্রায় Al(OH), এর দ্রাব্যতা গুণফল 2 × 10-32। সম্পৃক্ত জলীয় দ্রবণে এটি 20% বিয়োজিত হয়। দ্রবণের pH মান কত?

১৩। ইলেকট্রনটিকে উত্তেজিত করা হলে তা x shell হতে z shell এ স্থানান্তরিত হয় এবং কিছুক্ষণ পরেই তা শক্তি বিকিরণের মাধ্যমে আদি অবস্থায় ফিরে আসে। এতে বর্ণালীর সৃষ্টি হয়।
  • (a) প্রদত্ত সৃষ্ট বর্ণালী সিরিজের জন্য সর্বনিম্ন কম্পাংকের মান নির্ণয় কর।
  • (b) প্রদত্ত পরমাণুটির আয়নীকরণ শক্তি বর্ণালীর ধারণা ব্যবহার করে গাণিতিকভাবে নির্ণয় সম্ভব কিনা- সম্ভব হলে তা নিরুপণ করে দেখাও। [Ans: 2.46 x 1015 Hz]
১৪। Fe²+ এবং Fe3+ এর পার্থক্যসূচক দুটি করে বিক্রিয়া দেখাও।

ইলেকট্রনের শক্তি নির্ণয় সূত্র প্রশ্নসমূহ


১৫। একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে গেলে কক্ষপথের ব্যাসার্ধ কতগুণ বৃদ্ধি পাবে?

১৬। 1 = 3 এর জন্য অন্যান্য কোয়ান্টাম সংখ্যাসমূহের মান নির্ণয় কর।

১৭। 25°C তাপমাত্রায় Al(OH)3 এর দ্রাব্যতা গুণফল 3.7 × 10-15। Al(OH)3 এর সম্পৃক্ত দ্রবণে Al3+ এর ঘনমাত্রা, OH-এর ঘনমাত্রা এবং Al(OH)3 এর দ্রাব্যতা নির্ণয় কর। [প্রতিটি gL-¹ এককে নির্ণয় করতে হবে] [Ans: 8.43 x 10-3 gL-1]

২য় শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত


১৮। Ca3 (PO4)2 এর জলীয় দ্রবণে Ca²+ আয়নের ঘনমাত্রা 6.55 × 10-³g L-¹ হলে Ca3(PO4)2 এর দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল নির্ণয় কর। [Ans: 5,47 × 10-20]

১৯। 200 ml. 1.3 × 10-3 M AgNO3; 100 mL 4.5 × 10-5 M Na₂S এর সাথে যোগ করা হল। Ag₂S অধ:ক্ষিপ্ত হবে কিনা? | Ksp (Ag₂S) = 1.6 × 10-49] [Ans: 1.1267 × 10-11]

২০। 25°C তাপমাত্রায় 100 mL সম্পৃক্ত AgCl দ্রবণে 100 ml 0.030M NaBr যোগ করা হল। AgBr অধ:ক্ষিপ্ত হবে কিনা? [Ksp (AgCl) = 1×10-10; Ksp (Ag Br) = 5 × 10-13]

২১। 100° C তাপমাত্রায় 300g KNO3 এর সম্পৃক্ত দ্রবণকে 10° C তাপমাত্রায় ঠাণ্ডা করা হলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে নির্ণয় কর। [KNO3 এর দ্রাব্যতা 10°C তাপমাত্রায় ও 100° C তাপমাত্রায় যথাক্রমে 20 এবং 250] [Ans: 197.15g]

২২। গ্লুকোজের জলীয় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা 3M হলে, পানিতে গ্লুকোজের দ্রাব্যতা নির্ণয় কর। [দ্রবণটির ঘনত্ব= 1.2g/ml] [Ans: 81.81] 

২৩। 1- বিশিষ্ট একটি 2.0L দ্রবণ 0.2mol Ag+ এবং 0.2mol Hg2+ ধারণ করে। এই দুটি আয়নের মধ্যে কোন আয়নটি আগে অধ:ক্ষিপ্ত হবে?। এর ঘনমাত্রা ন্যূনতম কত হলে অধঃক্ষেপ শুরু হবে? [Ksp (Agi) = 8.5 × 10-17 এবং Ksp (Hgl₂) = 2.5 × 10-26] [Ans : 8.5 × 10-16 mol L-]

N তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্র প্রশ্নসমূহ


২৪। Agl এর দ্রাব্যতা গুণফল 25°C তাপমাত্রায় 2.8 × 10-10 mol² L-2 হলে, 0.05M K1 দ্রবণে এবং বিশুদ্ধ পানিতে Agl এর দ্রাব্যতার অনুপাত কত?

২৫। একটি ইলেকট্রন H পরমাণুর ২য় কক্ষপথে স্থানান্তরিত হলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য 4.8627×10-¹m পাওয়া যায়।
  • (1) ইলেকট্রনটি কোন কক্ষপথ থেকে স্থানান্তরিত হয়?
  • (ii) উক্ত সিরিজের সর্বনিয় তরঙ্গদৈর্ঘ্য কখন পাওয়া যাবে? সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত হবে? [Ans: n=0, Amin-3.65×10-'m] dmin
২৬। একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর ৬ষ্ঠ। কক্ষপথ থেকে ১ম কক্ষপথে স্থানান্তরিত হলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গসংখ্যা বের কর।

ইলেকট্রনের বেগ কত


২৭। একটি ইলেকট্রন পরমাণুর ২য় কক্ষপথে স্থানান্তরিত হলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য 4.8627 × 10-'m পাওয়া যায়।
  • (a) সৃষ্ট বর্ণালী কোন সিরিজের অন্তর্ভুক্ত
  • (b) ইলেকট্রনটি কোন কক্ষপথ থেকে স্থানান্তরিত হয়?
২৭। P-31 পরমাণুর নিউক্লীয়ন বন্ধন শক্তি কত MeV? পরমাণুর প্রকৃত ভর 30.974 amu এবং mp, ma, me যথাক্রমে 1.0078 amu, 1.0089 amu, 0.00054 amu.

২৮। প্রাকৃতিক অক্সিজেন 180, 170, 180 এর পরিমাণ যথাক্রমে 99.76%, 0.037%, 0.204% হলে, অক্সিজেনের পারমাণবিক ভর কত? [Ans: 16.00461]

২৯। রিডবার্গ ধ্রুবকের মান S.I. এবং সি.জি.এস পদ্ধতিতে নির্ণয় করে দেখাও।

৩০। পরিবৃত্ত তাপমাত্রা বলতে কী বুঝ? MgSO4, Na₂SO₄ এর ক্ষেত্রে পরিবৃত্ত তাপমাত্রা পাওয়া গেলেও NaCl এর ক্ষেত্রে পরিবৃত্ত তাপমাত্রা পাওয়া যায় না কেন?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url