১০ রকম ফলের শরবতের রেসিপি

১০ রকম ফলের শরবতের রেসিপি
১০ রকম ফলের শরবতের রেসিপি


কাঁচা আমের স্কোয়াস - Green mango squash


উপকরণঃ
কাঁচা আম ৪টি
সিরাপ বা চিনি ১ কাপ
লবণ স্বাদমতো
ধনেপাতা ও পুদিনা পাতা স্বাদ অনুযায়ী
ঠাণ্ডা পানি ৩ কাপ
সবুজ রং সামান্য
কাঁচা আমের স্কোয়াস - Green mango squash


প্রস্তুত প্রণালীঃ
  • কাঁচা আম খোসা ছাড়িয়ে স্লাইস কর। আম ছেঁচে রস ছেঁকে নাও।
  • ধনেপাতা ও পুদিনা পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে নাও।
  • এরপর বাটা ধনেপাতা ও পুদিনা পাতা এর সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নাও।
  • পানি ও সিরাপ মিশিয়ে রেফ্রিজারেটরে রাখ।
  • অথবা আম সবজি কুরুনিতে কুরিয়ে তারপর পানি মিশিয়ে চিপে রস নেওয়া যায়।
  • পরিবেশনের আগে সামান্য রং মিশাও। বরফ দিয়ে পরিবেশন কর।

জামের শরবত - Blackberry juice


উপকরণঃ
পাকা জাম ২ কাপ
ঠাণ্ডা পানি ২ কাপ
লেবুর রস ১ টে. চা.
সিরাপ বা চিনি ১/৪ কাপ
বিট লবন বা লবণ স্বাদমতো
চাট মসলা ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ১ টা
জামের শরবত - Blackberry juice


প্রস্তুত প্রণালীঃ
  • জাম ধুয়ে চটকে রস বের কর।
  • জামে বিচিগুলো বেছে নিয়ে জামের রস, সামান্য পরিমাণ পানি, বিট লবণ, চাট মসলা এবং কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নাও।
  • এরপর রস গুলো মিহি কাপড়ে ছেঁকে নাও।
  • জামের রসে পানি, সিরাপ, লেবুর রস ও বরফকুচি মিশিয়ে পরিবেশন কর।

বাতাবি লেবুর শরবত - Pomelo juice


উপকরণঃ
বাতাবি লেবুর রস ১/২ কাপ
সিরাপ বা চিনি ২ টে. চা.
ঠাণ্ডা পানি ১/৪ কাপ
বিট লবণ বা লবণ স্বাদমতো
কাঁচা মরিচ ১/২ টা
বরফকুচি
বাতাবি লেবুর শরবত - Pomelo juice


প্রস্তুত প্রণালীঃ
  • জাম্বুরা বা বাতাবি লেবুর রস মিহি কাপড়ে ছেঁকে নাও। ব্লেন্ডারে রস নেওয়া যায়।
  • বাতাবি লেবু রসের সাথে কাঁচা মরিচ বিট লবণ মিশাও
  • পানি ও সিরাপ মিশাও। বরফকুচি দিয়ে পরিবেশন কর।

আনারসের শরবত - Pineapple juice


উপকরণঃ
আনারসের রস ১ কাপ
সিরাপ বা চিনি ১/৪ কাপ
ঠাণ্ডা পানি ১ কাপ
লেবুর রস ২ টে. চা.
বিট লবণ বা লবণ স্বাদ মতো
১০ রকম ফলের শরবতের রেসিপি


প্রস্তুত প্রণালীঃ
  • আনারস লম্বায় দু টুকরা কর। চামচ দিয়ে আনারস কুরিয়ে নাও।
  • ২ টে. চামচ চিনি মিশিয়ে ঘণ্টা রাখ। মোটা চালনিতে রস ছেঁকে নাও।
  • পানি, সিরাপ, আনারসের রস ও লেবুর রস একসঙ্গে মিশাও।
  • বরফকুচি দিয়ে পরিবেশন কর। শরবতে সামান্য লবণ দেওয়া যায়।

পাইনএ্যাপেল জুস - Pineapple juice


উপকরণঃ
আনারসের রস ১১/২ কাপ
পানি ২ কাপ
লবণ ১/৪ চা. চা.
সিরাপ বা চিনি ১/২ কাপ
লেবুর রস ২ চা চা.
১০ রকম ফলের শরবতের রেসিপি


প্রস্তুত প্রণালীঃ
  • আনারস খোসাসহ লম্বায় দু টুকরা করে চামচ দিয়ে করিয়ে নাও।
  • এক কাপ পানি দিয়ে মৃদু আঁচে ১৫ মিনিট জ্বাল দাও।
  • রস ছেঁকে নিয়ে বাকি পানি, লবণ, সিরাপ ও লেবুর রস মিশাও।
  • রেফ্রিজারেটরে রাখ। ঠাণ্ডা জুস পরিবেশন কর।

আনারসের খোসার শরবত - Pineapple peel juice


উপকরণঃ
আনারসের খোসা
লেবুর রস ১ টে. চা.
চিনি ৪ টেবিল চামচ
বিট লবণ বা লবণ স্বাদ মতো
বরফকুচি
আনারসের খোসার শরবত


প্রস্তুত প্রণালীঃ
  • সরস এবং পাকা (খোসার রং হলুদ হবে) একটি আনারসের খোসা ভালো করে ধুয়ে ডুবো পানিতে সিদ্ধ দাও।
  • কয়েকবার ফুটে উঠার পরে আনারসের সুগন্ধ বের হলে উনুন থেকে নামিয়ে পাতলা কাপড় দিয়ে রস ছেঁকে নাও। ঠাণ্ডা কর।
  • রস ঠাণ্ডা হলে চিনি ও লবণ মিশাও।
  • এক গ্লাস না ভরলে অল্প পানি মিশাতে পার।
  • লেবুর রস ও বরফকুচি দিয়ে পরিবেশন কর।

বাঙ্গির শরবত - Muskmelon juice


উপকরণঃ
বাঙ্গি ১ কাপ
লেবুর রস ২ টে. চা.
চিনি ৪ টে. চা.
মিষ্টি দই এক কাপ
কাঁচামরিচ একটা
পুদিনা পাতা ও ধোনা পাতা সামান্য পরিমাণ
বিট লবণ বা লবণ স্বাদমতো
বরফকুচি
বাঙ্গির শরবত - Muskmelon juice


প্রস্তুত প্রণালীঃ
  • পাকা বাঙ্গি কুচি কুচি টুকরা করে এক কাপ নাও। বড় একটি বাটিতে বাঙ্গির সঙ্গে চিনি মিশিয়ে ঢেকে রাখ।
  • একটি ব্লেন্ডারে উপরের সব উপকরণ নিয়ে ব্লেন্ড করতে হবে
  • লেবুর রস ও বরফকুচি মিশিয়ে আরও কিছুক্ষণ রাখ।
  • প্রয়োজন মনে করলে অল্প পানি ও চিনি মিশানো যাবে। দুই গ্লাস শরবত হবে।

কামরাঙ্গার শরবত -Carambola juice


উপকরণঃ
কামরাঙ্গা ৪-৫টি
চিনি ১/২ কাপ
লবণ ১ চা চা.
পানি ১ কাপ
কামরাঙ্গার শরবত -Carambola juice


প্রস্তুত প্রণালীঃ
  • কামরাঙ্গা ছোট বড় হতে পারে, কাঁচা বা পাকা হতে পারে।
  • সে অনুযায়ী কামতের পানি, চিনি, লবণের পরিমাণ নিজের রুচিমতো দিতে হবে।
  • কামরাঙ্গা ধুয়ে বিচি ও শক্ত অংশ ফেলে ছোট টুকরা কর।
  • রেন্ডারে কামরাঙ্গা ও ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড কর।
  • ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে লবণ ও চিনি মিশিয়ে রেফ্রিজারেটরে রাখ।

তরমুজের শরবত - Watermelon juice


উপকরণঃ
তরমুজ ১টি
চিনি ১-২ কাপ
লেবুর রস ১/২ কাপ
তরমুজের শরবত - Watermelon juice


প্রস্তুত প্রণালীঃ
  • তরমুজ কেটে বিচি ফেল। কুচি কুচি করে কেটে চিনি দিয়ে ৩-৪ ঘণ্টা ঢেকে রাখ। কাটার সময় রস যেন পড়ে না যায়।
  • একটি ব্লেন্ডারে সব তরমুজ ও চিনি দিয়ে ব্লেড করতে হবে।
  • এরপর একটি খাটনি দিয়ে প্ল্যান করা তরমুজ টি ভালোভাবে ছেকে নিতে হবে।
  • প্রতি গ্লাস তরমুজের শরবতে ২ চা চামচ হিসাবে লেবুর রস মিশাও।
  • বরফকুচি দিয়ে পরিবেশন করে।

টমেটো জুস - Tomato juice


উপকরণঃ
টমেটো বড় ১ কেজি
লবঙ্গ ৬ টি
পানি ২ কাপ
চিনি ৪ টেবিল চামচ
তেজপাতা ২ টি
লবণ ২ চা চা.
পিঁয়াজ কুচি ২টি
টমেটো জুস - Tomato juice


প্রস্তুত প্রণালীঃ
  • টমেটো ধুয়ে টুকরা কর। টমেটোতে পানি, তেজপাতা, পিঁয়াজ ও লবঙ্গ দিয়ে ঢেকে উনুনে দাও।
  • টমেটো ভালোভাবে সিদ্ধ হলে ছেনে নাও।
  • টমেটোতে লবণ, চিনি এবং আরও ৪ কাপ পানি মিশিয়ে রেফ্রিজারেটরে রাখ।
  • ঠাণ্ডা জুস গ্লাসে নিয়ে উপরে পুদিনা পাতার কুচি দিয়ে পরিবেশন কর।
  • সোর্সঃ এই ব্লগের তথ্য সমূহ বিভিন্ন বই এবং ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url