মানব দেহের শ্বসন ও শ্বাসক্রিয়া কিভাবে সংঘটিত হয়

মানব দেহের শ্বসন ও শ্বাসক্রিয়া কিভাবে সংঘটিত হয়

মানব দেহের শ্বসন ও শ্বাসক্রিয়া কিভাবে সংঘটিত হয়


ফুসফুসের কাজ


  • দেহ হতে শ্বসন বর্জ্য CO₂ নিষ্কাশন করে।
  • সেসোটোনিন ও হিস্টামিন ক্ষরণ ও বিমুক্ত করে।
  • নর অ্যাড্রিনালিন ও অ্যাড্রিনালিনকে নিষ্ক্রিয় করে।
  • ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে। এটি অ্যানজিওটেনসিন I কে এনজি ওটেনসিন Ⅱ এ রূপান্তরিত করে। ব্রাডিকিনিন ও প্রোস্টাপ্লান্ডিন সংশেষ ও দেহ হতে অপসারণ করে।
 

বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল

বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল

শ্বসন প্রক্রিয়া

শ্বসন প্রক্রিয়া


বায়ু পরিবহন অঞ্চল

বায়ু পরিবহন অঞ্চল


শ্বসন অঞ্চল

শ্বসন অঞ্চল


শ্বসন তন্ত্রের কাজ


  • ① শ্বসন গ্যাসের বিনিময়
  • ② শক্তি উৎপাদন
  • ③ পানি সাম্য বজায় (400-600)/(600-800) ml то নিঃশ্বাসের মাধ্যমে বের হয়।
  • ④ তাপ নিয়ন্ত্রণ
  • ⑤ এসিড ও ক্ষারর ভারসাম্য
  • 6 শব্দ উৎপাদন
  • ⑦ দূষিত পদার্থের প্রবেশ রোধ,
  • ⑧ উদ্বায়ী গ্যাস (ক্লোরোফর্ম, ইথার, NH₃) নিষ্কাশন
  • 9 Homeostasis (জীবক্রিয়ায় অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখা)
  • Tidal Volume (500 ml)→ স্বাভাবিক যতটুকু বায়ু প্রশ্বাসের সময় নিই অথবা স্বাভাবিক যতটুকু বায়ু নিঃশ্বাসের সময় ত্যাগ করি
  • Inspiratory Reserve Volume (3000 ml)→ 500 ml নেওয়ার পর আরও ৩০০০ ml বায়ু নেওয়া সম্ভব যেটাকে IRV বলে।
  • Expiratory Reserve Volume (1100 ml) 500 ml ছাড়ার পর আরও 1100 ml বায়ু ছাড়া সম্ভব যেটাকে E.R.V. বলে।
  • Residual Volume (1200ml) ~1500 ml → সর্বোচ্চ ছাড়ার পরও ফুসফুসে যে বায়ু অবশিষ্ট থাকে।
  • Vital Capacity (4600ml) → সর্বোচ্চ বায়ু নিয়ে সর্বোচ্চ বায়ু ত্যাগ করা
  • [Tidal(500) + IRV(3000)+ ERY(1100) ~4500
প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ 20.9%
প্রশ্বাস বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ 0.04%
Ex Internal Diaphragm ↑
নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ 13.7%
নিঃশ্বাস বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ 5.2%

প্রশ্বাস ও নিঃশ্বাসকৌশল

প্রশ্বাস ও নিঃশ্বাসকৌশল

During Normal ventilation - Diaphragm & External Intercostal
Accessory Muscle of Respiration - Sternocleidomastoid
                                                         Scalene
                                                         Serratus Anterior

শ্বসনের নিয়ন্ত্রণ (Control of breathing)

শ্বসনের নিয়ন্ত্রণ (Control of breathing)


PONS-এ বিদ্যমান Pneumotaxic এবং Apneustic Center. 


Medulla-তে বিদ্যমান Ventral Respiratory Group (নিঃশ্বাস (কেন্দ্র) এবং। Dorsal Respiratory Group Glossopharyngeal Nerve Apneustic Center a উদীপ্ত করে। (প্রশ্বাস (অস্ত্র) Apneustic Center VRG-কে অবদমিত করে DRG-কে সক্রিয় করে ফলে প্রশ্বাস ক্রিয়া চালু হয়। নির্দিষ্ট পরিমান বায়ু ফুসফুসে প্রবেশ করলে ফুসফুসের stretch Receptor বা টান গ্রাহক সক্রিয় হয় এবং ভেগাস স্নায়র মাধ্যমে Respiratory Center-এ উদ্দীপনা পাঠিয়ে Apneustic Center কে আদমিত করে। ফলে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়। 

উপরিউন্তু Pneumotaxic Center DRG-কে অবদমিত করে VRG-কে সক্রিয় করে। ফলে প্রশ্বাস বন্দ হয়ে নিঃশ্বাস চালু হয়। এভাবে পর্যায়ক্রমিকভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস চলতে থাকে। কোন শরণে রক্তে coz এর মাত্রা বৃদ্ধি পেলে বা pH কমে গেলে এবং ০২ এর মাত্রা কমে গেলে শরীরের বিভিন্ন জায়গায় অবস্থিত কেমোরিমোটর ও মেকানো রিমোটর উদ্দীপিত হয়ে Respiratory Center-এ ভেগাস ও গ্লসোফ্যারিঞ্জিয়ান স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা পাঠায়। 

ফলে Respiratory Rate বৃদ্ধি পায় এবং অধিক হারে ০২ গ্রহন ও co₂ ত্যাগের ফলে রক্তে অটু ও ট এর মাত্রা এবং পিএইচ স্বাভাবিক হয়ে আসে। Central Chemoreceptor মেতুলাতে অবস্থিত এবং ↑ PCO₂ বা pH এ উদ্দীপিত হয়। Peripheral Chemoreceptor বলা হয় Aortic Bady 3 Carotid Body-কে যারা ↑PCOL or PH এবং +9°₂ এই উভয়ক্ষেত্রেই উদ্দীপিত হয়। 

Aortic Body (x) vagus স্নায়ুর মাধ্যমে এবং Carotid Body (fx) Glossopharyngeall স্নাপুর মাধ্যমে Respiratory Center-এ উদ্দীপনা প্রেরণ করে।
Mechanoreceptor যেমন Joint Receptor খেলাধুলা/দৌড়ানোর সময় উদ্দীপিত হয়ে vagus Nerve এর মাধ্যমে Respiratory Center-এ কাদ্দীপনা পাঠায়।
এছাড়াও বিভিন্ন প্রতিবর্তী ক্রিয়া যেমন- Hering-Breur Reflex, Pharyngeal / Gag Reflex, হাঁচি-কাশি ইত্যাদিও শ্বসন প্রক্রিয়াকে নিয়ন্ত্রন করে।
সর্বোপরি, হাইপোথ্যালামাস ও সেরেব্রাল কর্টেক্স শ্বসন কেন্দ্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রন করে।

Breathing/ventilation এর নিয়ন্ত্রন


ফুসফুসের টান গ্রাহক কাঁদ্দীপিত হলে ভেগাস স্নায়ুর মাধ্যমে Apneustic Center-কে আদমিত করে যালে DRG প্রশ্বাস ক্রিয়া বন্ধ করে। এসময় Pneumotaxic Center VRG-এর মাধ্যমে নিঃশ্বাস শুরু করে। যখন বাতাস ত্যাগ করা হয় অর্থ্য নিঃশ্বাসের সময় টানল্লাহক উদ্দীপিত থাকে না ফলে Apneustic Center উদ্দীপিত হয়ে DRG-এর মাধ্যমে আবার প্রশ্বাস শুরু করে। এই পর্যায়ক্রমিক ক্রিয়াকে Hering-Breur -Reflex বলে।

বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন মধ্যে পার্থক্য

বহিঃশ্বসন

অন্তঃশ্বসন

ভৌত রাসায়নিক প্রক্রিয়া

জৈব রাসায়নিক প্রক্রিয়া

ফুসফুসে ঘটে

কোষের ভিতরে ঘটে 

O2 ও CO₂ এর বিনিময় ঘটে 

C6H12O6 জারিত হয়

এনজাইম লাগে না

এনজাইম লাগে

ATP উৎপন্ন হয় না

উৎপন্ন হয় 

শ্বাসগ্রহন ও শ্বাসত্যাগ

Glycolysis, Kreb's Cycle, ETS


অ্যালভিওলাস ও কোষে গ্যাস বিনিময়

অ্যালভিওলাস ও কোষে গ্যাস বিনিময়

শ্বাসরঞ্জক

রক্তের যে অংশ দ্বারা শ্বাসন গ্যাস বিশেষ করে অক্সিজেন পরিবাহিত হয় তাকে শ্বাসরঞ্জক বলে।
শ্বাসরঞ্জক

সাইনোসাইটিস এর কারণ লক্ষণ ও প্রতিকার


সাইনোসাইটিস এর কারণ লক্ষণ ও প্রতিকার
ওটাইটিস মিডিয়া এর কারণ লক্ষণ ও প্রতিকার 
ওটাইটিস মিডিয়া এর কারণ লক্ষণ ও প্রতিকার


  • চিকিৎসা
  • ওরাল এবং টপিক্যাল এনালজেসিক ব্যবহার
  • আইবু প্রফেন প্যারাসিটামল আসিটামিনো ফেন
  • আন্টিপাইরিন এবং বেঞ্জোকেইন ড্রপ
  • এমক্সিলিন অ্যান্টিবায়োটিক
  • বেটা ল্যাকট্যামেজ ইন হিবিটর
  • অ্যাজিথ্রোমাইসিন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url