মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন

রসায়ন ১ম পত্রঃ রসায়ন ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন


ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক - ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস প্রশ্ন সমূহ - ইঞ্জিনিয়ারিং সাজেশন ভিত্তিক প্রশ্ন - রিটেন বুস্টার প্রশ্ন সমূহ - ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রশ্ন ব্যাংক - Hsc chemistry 1st paper ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড Written প্র্যাক্টিস প্রবলে

মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
গুণগত রসায়ধাপঃ ০১ মূল বইয়ের স্ট্যান্ডার্ড Written প্র্যাক্টিস প্রবলেম

রসায়ন ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর


০১। Be ও Mg ধাতু বুনসেন শিখায় কোনো বিশেষ বর্ণ সৃষ্টি করে না কেন? ব্যাখ্যা কর।

০২। "AICI, ডাইমার অণু গঠন (Al₂Cl₂) গঠন করে।" ব্যাখ্যা কর।

০৩। "স্বাভাবিক অবস্থায় CO₂ গ্যাস, কিন্তু SIO₂ হলো কঠিন পদার্থ-ব্যাখ্যা কর।

০৪। "PH₃ অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে”-ব্যাখ্যা কর।

০৫। "OF₂ গঠিত হলেও OF, ও OF, গঠিত হয় না"-ব্যাখ্যা কর।

06. অসামঞ্জস্যতা বিক্রিয়া কী? Cl₂ অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শন করে; তা উদাহরণসহ প্রমাণ কর।
ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম প্রশ্ন সমূহ

০৭। Cr(24) ও Cu(29) এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন?

০৮। NH3 এর বন্ধন কোণ 107° হলেও NF3 এর বন্ধন কোণ 102°29′ বা 102.5° হয় কেন?-এর ব্যাখ্যা দাও।

০৯। NH3 এর বন্ধন কোণ 107° হলেও PH3 এর বন্ধন কোণ 94° হয় কেন? এর ব্যাখ্যা দাও।

১০। 
  • (a) CaCl₂ ও AlCl3 লবণদ্বয়ের মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয় এবং কেন?
  • (b) FeCl2 ও FeCl3 লবণদ্বয়ের মধ্যে কোনটির গলনাঙ্ক কম হবে এবং কেন?
  • ( c) AgCl হলো সাদা, কিন্তু Agl হলুদ কেন?
  • ( d) FeCl3 এবং AlCl3 এর মধ্যে কোনটি অধিক সংযোজী?

মৌলের অবস্থান নির্ণয় প্রশ্ন সমূহ


১১। আন্তঃআণবিক আকর্ষণ বল শনাক্তকরণভিত্তিক: নিম্নোক্ত পদার্থে উপস্থিত আন্তঃআণবিক আকর্ষণ বলকে শ্রেণিগতভাবে শনাক্ত কর।
  • (a) HCl
  • (b) CH3CH3
  • (c) CH3NH2
  • (d) Kr
দক্ষতা: প্রত্যেকের আণবিক গঠন জেনে আন্তঃআণবিক বল শনাক্ত কর। সব প্রকারের অণুর মধ্যে থাকে- বিস্তারণ বল; পোলার অণুর মধ্যে থাকে ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল এবং O-H, N-H ও H-F এর মধ্যে থাকে H বন্ধন।

১২। ৩য় পর্যায়ভুক্ত মৌলসমূহের অক্সাইড ক্ষারধর্মী, উভধর্মী ও অম্লধর্মী হতে পারে, তা ব্যাখ্যা কর

১৩। NH4Cl যৌগে বন্ধন প্রকৃতি ব্যাখ্যা কর

১৪।
  •  (a) [Cu(NH3)4]2+ আয়নের মধ্যে কী কী প্রকারের বন্ধন আছে, তা ব্যাখ্যা কর
  • (b) [Cu(NH3)4]2+ এই যৌগে কী ধরণের সংকরায়ন ঘটেছে?
১৫। "ফসফরাস PCI₃ ও PCI, গঠন করলেও নাইট্রোজেন শুধুই NCI₃ গঠন করে, NCI, গঠন করতে পারে না"। ব্যাখ্যা কর।

১৬। N³- আয়নের আকার > 0²- আয়নের আকার- কেন?

১৭। K+ এবং Ca²+ আয়নের মধ্যে কোনটির আকার বড়? কেন?

১৮। CO2 এবং H₂O এর আকৃতিতে বন্ধন কোন ভিন্ন- কেন?

মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন প্রশ্ন সমূহ


১৯। নাইট্রোজেন N₂ রূপে কিন্তু ফসফরাস P, রূপে অবস্থান করে কেন?

২০। ফসফরাসের সক্রিয়তা নাইট্রোজেন অপেক্ষা বেশি কেন?

২১। Cu+ এর লবণ বর্ণহীন হলেও Cu²+ এর লবণগুলো রঙিন কেন?

২২। F-, Mg2+, 02- আয়নসমূহকে আয়নিক ব্যাসার্ধের নিম্নক্রম হিসেবে সাজাও।

২৩। NaCl অপেক্ষা CuCl এর গলনাঙ্ক কম কেন?

২৪। সালফেট আয়ন অম্ল না ক্ষারক ব্যাখ্যা কর।

২৫। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের চেয়ে কম কেন?

২৬। H₂S শুধুমাত্র বিজারক হিসেবে কাজ করে জারক হিসেবে কাজ করতে পারে না- কেন?

২৭। M 2,4; A = 2,5; B = 2, 6; N = 2,8,4, C = 2,8,5; D = 2,8,7
  • (a) MD, আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু ND, হয় কেন?
  • (b) CDs গঠিত হলেও AD5 হয় না কিন্তু A2B5 গঠিত হয়।

মৌলের বন্ধনগুলো ক্রম অনুসারে সাজিয়ে লিখ


২৮। জিঙ্ক ডায়াম্যাগনেটিক, নিকেল প্যারাম্যাগনেটিক কেন?

২৯। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, কিন্তু ২য় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন?

৩০। ইথানল পানিতে দ্রবণীয় কিন্তু ইথেন অদ্রবণীয় কেন?

৩১।
  •  (a) NaF, Nal, NaBr, NaCl যৌগসমূহকে আয়নিক ধর্মের নিম্নতর ক্রমানুসারে সাজিয়ে লিখ।
  • (b) CH4, NH3, BeCl2, H₂O যৌগসমূহকে বন্ধন কোনের নিম্নতর ক্রমানুসারে সাজিয়ে লিখ।
  • (c) Na, Na, Ca, Rb, Li যৌগসমূহকে সক্রিয়তার নিম্নতর ক্রমানুসারে সাজিয়ে লিখ।

অক্সিজেনের ২য় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন


৩২।
  •  (a) ২য় পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি ক্রমানুসারে সাজাও।
  • (b) ২য় ও ৩য় পর্যায়ের মৌলগুলোর মধ্যে গ্রুপ (1317) মৌলগুলোকে ইলেকট্রন আসক্তির ক্রমানুসারে সাজাও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url