চলো ভুলে যাই - Cholo Bhule Jai - Quota Movement 2024 - Parsha

চলো ভুলে যাই - Cholo Bhule Jai - Quota Movement 2024 - Parsha
চলো ভুলে যাই

                                   চলো ভুলে যাই


ভুলে যাই আমি
ভুলে যাও তুমি
ভুলে যাক পুরো জাতি
কিভাবে মানুষ মরেছে অকালে
কিভাবে কেটেছে রাতি
আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে
চলো ভুলে যাই
তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে
জাতি ভুলে যাক কালোরাত
আর স্মরণ করুক রেলটাকে
চলে যাক নেট,
নিভে যাক জাতি,
হায়**নাতে খা*ক দেশটাকে ......
চলো ভুলে যাই চোখে দেখা খু*ন ধরে নেই ওটা নাটক ছিলো
ধরে নেই সব ঠিকঠাক এমন কত রাজা**কার আসলো গেলো।
কত ফাইয়াজ, প্রিয় জাফর, আহাদ পলকেই যায় হারিয়ে
বেঁচে থাকো তুমি
বেঁচে থাকি আমি
লা**শের উপরে দাঁড়িয়ে
চলো দেখে নেই বাতাবী লেবু লটকনে দেশ ছাড়িয়ে
চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রোরেলটা জড়িয়ে
মূল্যবোধের রক্তক্ষরণ আকাশ থেকেই ঝরুক
মায়োপিক জাজে মুখ চে*পে ধরে উপস্থাপিকা মা**রুক
আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি
দুনিয়াতে পাই নরকের স্বাদ
বাংলা মা আজ বানভাসি .....
গোঁ ধরে থাকুক আরোশের মানুষ
আঁকড়ে থাকুক গদি
পরে কোনো গানে ফিরবো আবার
এই প্রাণটা থাকে যদি!
Parsha

Lyrics by Parsha

গানটি শুনতে চলো ভুলে যাই

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url