এইচএসসি বাংলা প্রথম পত্রের গদ্য ও পদ্যের বিষয় সমূহ

আপনারা অনেকেই বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর এ কি লিখব গল্প প্রবন্ধ বা কবিতার মূল বিষয় কি তা ঠিক করে বুঝতে পারেন না আপনাদের সুবিধার্থে আমি গদ্য ও পদ্য মূল বাণী বা মর্মবাণী বা উপজীব্য বিষয় ছকে সুন্দর করে সাজায় দিয়েছি আশা করি আপনারা ছকটি পরে উপকৃত হবেন। 
এইচএসসি বাংলা প্রথম পত্রের গদ্য ও পদ্যের বিষয় সমূহ
সৃজনশীল প্রশ্নের উত্তরে উদ্দীপকের সাথে গদ্য ও পদ্য এর কোন বিষয়ের মিল রয়েছে তা জ্ঞানের উত্তরে লেখার সময় উল্লেখিত মূল বাণী লিখতে পারেন তাহলে আপনার উদ্দীপকের সঠিক উত্তরটি আসবে।

এইচএসসি বাংলা প্রথম পত্রের গদ্য ও পদ্যের বিষয় সমূহ


মূলবাণী - মর্মবাণী - উপজীব্য বিষয়
গদ্য - রচনা

            রচনার নাম

মূলবাণী

০১

          অপরিচিতা

যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ/ 'অপরিচিতা' মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খলনের অকপট কথামালা।

০২

বিলাসী

মানব প্রেমের অপূর্ব মহিমা। তৎকালীন রক্ষণশীল হিন্দু কুসংস্কারাচ্ছন্ন সমাজের বাস্তব চিত্র।

০৩

আমার পথ

সত্যকে ধারণ করা।

০৪

মানব-কল্যাণ

সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো।

০৫

মাসি-পিসি

পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী।

০৬

বায়ান্নর দিনগুলো

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট।

০৭

রেইনকোট

মুক্তিযুদ্ধ ও পাকবাহিনীর দখলদারিত্ব।

০৮

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন উৎকৃষ্ট সাহিত্য

রচনার লক্ষ্যে নতুন লেখকের করণীয়। পুরুষতান্ত্রিক সমাজে নিজ গৃহেও নারীর অসহায়ত্ব।

০৯

গৃহ

পুরুষতান্ত্রিক সমাজে নিজ গৃহেও নারীরা অসহায়ত্ব।

১০

আহ্বান

উদার মানবিকতা।

১১

মহাজাগতিক কিউরেটর

মানুষের বিধ্বংসী রূপ।

১২

নেকলেস

ভাগ্যের বিড়ম্বনা।


পদ্য - কবিতা



কবিতার নাম

মূলবাণী

০১

সোনার তরী

জীবন দর্শন। কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত।

০২

বিদ্রোহী

ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্তার প্রকাশ।

০৩

প্রতিদান


ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা।

০৪

তাহারেই পড়ে মনে

বিষাদময় রিক্ততার সুর। দুঃখময় ঘটনার ছায়াপাত।

০৫

আঠারো বছর বয়স

বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য। অদম্য তারুণ্যশক্তি।

০৬

ফেব্রুয়ারি ১৯৬৯

দেশপ্রেম। 'ফেব্রুয়ারি ১৯৬৯' সংগ্রামী চেতনার কবিতা, দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা। কবিতাটি একুশের রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসকের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে।

০৭

আমি কিংবদন্তির কথা বলছি

বাঙালির হাজার বছরের ইতিহাস।

০৮

বিভীষণের প্রতি মেঘনাদ

মাতৃভূমির প্রতি ভালোবাসা। মাতৃভূমির জন্য লক্ষ্মণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসমসাহসী বীর মেঘনাদের।

০৯

সুচেতনা

বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখা। কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে কবির আরাধ্য চেতনা ও বিশ্বাসের দৃঢ়তা।

১০

পদ্মা

প্রমত্ত পদ্মার ভয়ংকর ও কল্যাণময়ী রূপের সঙ্গে এদেশের জনজীবনের একাত্মতা। মানবজীবন কুসুমাস্তীর্ণ নয়, সংগ্রামের মাধ্যমেই জীবনকে সফল করে তুলতে হয়।

১১

নূরুলদীনের কথা মনে পড়ে যায়

প্রতিবাদী ব্যক্তিত্ব।

১২

ছবি

ত্রিশ লক্ষ বাঙালির আত্মাহুতির মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশের স্বরূপ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url