আপনারা অনেকেই বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর এ কি লিখব গল্প প্রবন্ধ বা কবিতার মূল বিষয় কি তা ঠিক করে বুঝতে পারেন না আপনাদের সুবিধার্থে আমি গদ্য ও পদ্য মূল বাণী বা মর্মবাণী বা উপজীব্য বিষয় ছকে সুন্দর করে সাজায় দিয়েছি আশা করি আপনারা ছকটি পরে উপকৃত হবেন।
সৃজনশীল প্রশ্নের উত্তরে উদ্দীপকের সাথে গদ্য ও পদ্য এর কোন বিষয়ের মিল রয়েছে তা জ্ঞানের উত্তরে লেখার সময় উল্লেখিত মূল বাণী লিখতে পারেন তাহলে আপনার উদ্দীপকের সঠিক উত্তরটি আসবে।
এইচএসসি বাংলা প্রথম পত্রের গদ্য ও পদ্যের বিষয় সমূহ
মূলবাণী - মর্মবাণী - উপজীব্য বিষয়
গদ্য - রচনা
| রচনার নাম | মূলবাণী |
০১ | অপরিচিতা | যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ/ 'অপরিচিতা' মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খলনের অকপট কথামালা। |
০২ | বিলাসী | মানব প্রেমের অপূর্ব মহিমা। তৎকালীন রক্ষণশীল হিন্দু কুসংস্কারাচ্ছন্ন সমাজের বাস্তব চিত্র। |
০৩ | আমার পথ | সত্যকে ধারণ করা। |
০৪ | মানব-কল্যাণ | সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। |
০৫ | মাসি-পিসি | পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী। |
০৬ | বায়ান্নর দিনগুলো | ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। |
০৭ | রেইনকোট | মুক্তিযুদ্ধ ও পাকবাহিনীর দখলদারিত্ব। |
০৮ | বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন উৎকৃষ্ট সাহিত্য | রচনার লক্ষ্যে নতুন লেখকের করণীয়। পুরুষতান্ত্রিক সমাজে নিজ গৃহেও নারীর অসহায়ত্ব। |
০৯ | গৃহ | পুরুষতান্ত্রিক সমাজে নিজ গৃহেও নারীরা অসহায়ত্ব। |
১০ | আহ্বান | উদার মানবিকতা। |
১১ | মহাজাগতিক কিউরেটর | মানুষের বিধ্বংসী রূপ। |
১২ | নেকলেস | ভাগ্যের বিড়ম্বনা। |
পদ্য - কবিতা
| কবিতার নাম | মূলবাণী |
০১ | সোনার তরী | জীবন দর্শন। কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত। |
০২ | বিদ্রোহী | ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্তার প্রকাশ। |
০৩ | প্রতিদান
| ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। |
০৪ | তাহারেই পড়ে মনে | বিষাদময় রিক্ততার সুর। দুঃখময় ঘটনার ছায়াপাত। |
০৫ | আঠারো বছর বয়স | বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য। অদম্য তারুণ্যশক্তি। |
০৬ | ফেব্রুয়ারি ১৯৬৯ | দেশপ্রেম। 'ফেব্রুয়ারি ১৯৬৯' সংগ্রামী চেতনার কবিতা, দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা। কবিতাটি একুশের রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসকের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে। |
০৭ | আমি কিংবদন্তির কথা বলছি | বাঙালির হাজার বছরের ইতিহাস। |
০৮ | বিভীষণের প্রতি মেঘনাদ | মাতৃভূমির প্রতি ভালোবাসা। মাতৃভূমির জন্য লক্ষ্মণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসমসাহসী বীর মেঘনাদের। |
০৯ | সুচেতনা | বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখা। কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে কবির আরাধ্য চেতনা ও বিশ্বাসের দৃঢ়তা। |
১০ | পদ্মা | প্রমত্ত পদ্মার ভয়ংকর ও কল্যাণময়ী রূপের সঙ্গে এদেশের জনজীবনের একাত্মতা। মানবজীবন কুসুমাস্তীর্ণ নয়, সংগ্রামের মাধ্যমেই জীবনকে সফল করে তুলতে হয়। |
১১ | নূরুলদীনের কথা মনে পড়ে যায় | প্রতিবাদী ব্যক্তিত্ব। |
১২ | ছবি | ত্রিশ লক্ষ বাঙালির আত্মাহুতির মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশের স্বরূপ। |
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url